২১ নভেম্বর, ২০২৪ || ৭ অগ্রহায়ণ, ১৪৩১
সালিস বাণিজ্য’র অভিযোগে ব্যবস্থা নেয়া হবে!  -নজরুল ইসলাম স্বপন মিয়াজী
  • Updated Sep 23 2023
  • / 238 Read

ফেনী পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর’র অফিস উদ্বোধন

স্টাফ রিপোর্টার;
ফেনী পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেছেন, প্রতিটি কাউন্সিলর’র সমাজিক কর্মকান্ড পরিচালনা ও মানুষের ভালো মন্দের খোঁজ খবর নিতে ব্যক্তিগত অফিস থাকার প্রয়োজন রয়েছে। মানুষ সুখ দুঃখের বিষয় জানাতে জনপ্রতিনিধিদের কাছে ছুটে যায়। মানুষের দূর্বলতার সুযোগ নিয়ে জনপ্রতিনিধিরা যেন কোনো মন্দ কাজ না করে। জনপ্রতিনিধির কাজ মানুষের উপকার করা। কারো বিরুদ্ধে সালিস বাণিজ্যের অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। সালিসি বাণিজ্যের অভিযোগ পেলে জননেতা নিজাম উদ্দিন হাজারী এমপির নির্দেশনা মোতাবেক বিচার করা হবে। মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে হবে। কোনো জনপ্রতিনিধির অশোভনীয় আচারণে মানুষ যেনো ক্ষতিগ্রস্ত না হয়।

তিনি গতকাল শুক্রবার বিকেলে শহরের সালাউদ্দিন স্কুল সংলগ্ন ফেনী পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর’র অফিস উদ্বোধন কালে এসব কথা বলেছেন। এ সময় তিনি আরও বলেন,  ৮নং ওয়ার্ডে আট কোটি টাকার উন্নয়ন কাজ  হয়েছে। 
এসময় এলাকাবাসী দাবী করেছে আজমিরী বেগম সড়কটি নির্মাণ করে দেওয়ার জন্য। তিনি অতি দ্রুত কাজটি সম্পন্ন করার প্রতিশ্রুতি দিয়েছেন। 
এছাড়াও বাকি সমস্যাগুলো শেখ হাসিনার সরকার আবারও ক্ষমতায় আসলে সমাধান করতে পারবো। এবং আগামী জাতীয় নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করে উন্নয়ন ধারা অব্যাহত রাখতে নিজাম উদ্দিন হাজারীকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত করতে হবে। এর আগে তিনি ফেনী পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর অফিস ফিতা কেটে উদ্বোধন করেন।

উদ্বোধন কালে উপস্থিত ছিলেন, স্থানীয় কাউন্সিলর এম সাইফুদ্দিন রূপম, সাবেক কাউন্সিলর তৌহিদ রেজানুর মাসুদ, স্থানীয় মহিলা কাউন্সিলর সেলিনা চৌধুরী। এ ছাড়াও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Tags :

Share News

Copy Link

Comments *